Keu Jaane Naa Song Lyrics – Arijit Singh




Keu Jaane Naa Song Lyrics


Keu Jaane Naa Song Lyrics. Keu Jaane Naa Song Is Sung by Arijit Singh from Raavan Bengali Movie Directed by M N Raj. Music Composed by Savvy. Keu Jaane Naa Lyrics Written by Prosen.


Keu Jaane Naa Song Details:


Song: Keu Jaane Naa

Movie: Raavan 

Singer: Arijit Singh

Lyrics: Prosen

Music: Savvy 


Keu Jaane Naa Song Lyrics


পাগল হয়ে আছি, তোরই কারণ 
সাথে করে এনেছি, নে এই মন,
তোর হাসির ছল, তোর চুলের দল
আমাকে কেড়ে নেয়। 



তোর চোখের ঝিল, জানি 
পেরোনো মুশকিল, মানি 
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে 
আমারই দুটো পা। 



তোকে একার দেখার লুকিয়ে কি মজা 
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়া‌রা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।। 



সত্যি করে বল, তোর কি মনে হয় 
মনের কোলাহল কেউ কারো নয়,
ব্যস্ত আছে খুব বুকের চলাচল 
মায়াবী লাগে সব রুপোলি এ সময়। 



তোর চোখের ঝিল, জানি 
পেরোনো মুশকিল, মানি 
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে 
আমারই দুটো পা। 



তোকে একার দেখার লুকিয়ে কি মজা 
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়া‌রা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।



একলা ছিল মন ধূসর এতো দিন 
এক ঝলকে তোর হয়েছে কি রঙ্গীন,
শুনতে পেলে যেই নূপুর বাজে তোর 
বেঁচে থাকাই দায়, মরে যাওয়া কঠিন। 



তোর চোখের ঝিল, জানি 
পেরোনো মুশকিল, মানি 
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে 
আমারই দুটো পা। 



তোকে একার দেখার লুকিয়ে কি মজা 
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়া‌রা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।


Watch Keu Jaane Naa Music on YouTube





Do you found Any Mistake in Keu Jaane Naa Lyrics?, Please Report In Comments Section with Correct Keu Jaane Naa Song Lyrics!,

LBH

I am a simple blogger who loves songs. I have been blogging on AssameseLyrical.com since 2000. I enjoy sharing my passion for Assamese music with others through my blog. I believe that music is a universal language that can bring people together, regardless of their background or culture. My blog features a variety of Assamese songs, both new and old. I strive to provide accurate and up-to-date information about the artists and songs featured on my blog. I also offer my own commentary and analysis of the songs I post. In addition to featuring Assamese songs, I also occasionally post about other types of music that I enjoy, such as Bollywood songs or traditional folk songs from other parts of India. I hope that my blog can help to promote Assamese music and culture to a wider audience. I believe that there is a great deal of beauty and richness in Assamese music that deserves to be shared with the world.

Post a Comment

Previous Post Next Post

Contact Form